যে বিশেষণগুলি অন্য একটি বিশেষণের গুণ,অবস্থা,প্রকৃতি, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষণ বলে। উদাহরণ : ঘোড়া খুব দ্রুত চলে ধবধবে সাদা জামা, কুচকুচে কালো কুকুরছানা, টকটকে লাল ফুল,খুব জোরালো বাতাস,অতিশয় বুদ্ধিমান লোক, বেশ কনকনে ঠাণ্ডা ইত্যাদি।